মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের মত বিনিময় করেছেন জামায়াত ইসলামী। সোমবার সন্ধ্যায় পৌর শহরের কেন্দ্রীয় বটতলা পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আঃ ওয়াদুদ।এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতে আমির অধ্যাপক কোহিনুর সরদার,উপজেলা সেক্রেটারি আবু হানিফ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান। পরে নেতা-কর্মীদের নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াত নেতা ওয়াদুদ।এ সময় বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আঃ ওয়াদুদ বলেন,আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মন্দির পাহারায় আনসার, পুলিশ ও রাইফেল লাগবেনা।৫আগস্টের পর থেকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় নিজের নিবেদিত রেখেছি।আসন্ন পূজাকে ঘিরেও মন্দিরগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবে জামায়াতের নেতা-কর্মীরা।সোমবার দুপুর থেকে জামায়াতের এ প্রতিনিধিদল উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন।
মন্তব্য