কলমে নাজিয়া আফরিন >>>
……………………………..
মিথ্যের আড়ালে, মুুখোশের বেড়াজালে
প্রতিহিংসা আর ষড়যন্ত্র
কখনও পারে না ছিনিয়ে নিতে
আলোময় হৃদযন্ত্র
কঠিন থেকে কঠিনাবস্থা
জীবনের খোলস যেখানে মরণে ঢাকা
চিংড়ি আর শামুকের শক্ত খোসার আবরন
আড়ালে নম্রমুখী জমা আত্নাভিমান।
মিথ্যে যন্ত্রনার কাঁটায় ঘন ঝাউবন
ক্যকটাসময় সব দুঃখগুলো
শুয়োপোকা থেকে পিউপা হয়ে
একসময় রঙীন আলোময় প্রজাপতি উড়ে যায়।
পরের ভূবন বলেও তো কিছু আছে
জেনে রেখো-অপদার্থ! আগাছা! পরজীবী এক!
মিথ্যের সুনিপুণ কুটিল অন্তরালে
সত্যই কিন্তু জ্বলজ্বল করে জ্বলে।
মন্তব্য