মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত।বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে।
আর এ দিবসটি উপলক্ষে মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব হুজুর (রহঃ) স্বরণে, মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেন , ব্যবসায়ী রাজনৈতিক, পেশাজীবী, ও সামাজিক সংগঠন এবং প্রবাসী পেশাজীবীগণ। মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের পরিচালনায় ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে গতকাল রোজ বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানীর সিক্সটি সিক্স রেস্তোরেন্টে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা মহসিন খাঁন, ক্বারী আঃ আজিজ, মোঃ ইসমাইল মোঃ সুমন প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জনাব নেহের মিয়া রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ অলিউল্লাহ্,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর সিকদার, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাএনেতা মোঃ মাসুম মুন্না ও মোঃ মাহফুজুর রহমান, সংগঠক মোঃ দুলাল ও জনাব মোঃ রমু মিয়া,মদিনার জামাতের খাদেম মোঃবাবুল মিয়া ও মোঃ ছিদ্দিকুর রহমান।
মাহফিলে বক্তারা তাদের বক্তব্যে বলেন নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। যারা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোঃ সুজন মিয়া, মোঃ হেলাল মিয়া আঃখালেক কাজী তৌহিদুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন মোঃ আনিসুর রহমান, মোঃএরশাদ মিয়া, মোঃ ইয়াসিন মিয়া, মো জামাল হোসেন,মোঃ আকরাম সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষ পর্যায়ে পবিত্র শবে বরাতের মহান রজনীতে সকল কবরবাসী, ও সকল প্রবাসী, দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তী ঘোষণা করা হয়।
মন্তব্য