মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> মালদ্বীপে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণের জন্য মালদ্বীপ সরকারকে বিবেচনার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর আহ্বানও জানান তিনি।আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই অনুরোধ জানান।বৈঠকে হাইকমিশনার শিউনীন রশীদ জানান, বর্তমানে মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিকেল শিক্ষায় অধ্যয়ন করছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে, বিশেষত ওষুধ শিল্প খাতে। এছাড়া, মালদ্বীপের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে আরও গভীর সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
হাইকমিশনার আরও জানান, ইতোমধ্যে কয়েকটি বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা সম্প্রসারণ করেছে। পাশাপাশি, গত বছরে মালদ্বীপ ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।হাইকমিশনার অধ্যাপক ইউনূসের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশে প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাইকমিশনার শিউনীন রশীদকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আরও জানান, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।
উল্লেখ্য, বাংলাদেশি প্রবাসীরা মূলত মালদ্বীপের পর্যটন ও মৎস্য খাতে কাজ করছেন। এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও সেখানে বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কর্মরত আছেন।
মন্তব্য