মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ ০২মে ২০২৪ খ্রিঃ
মায়াভরা মমতার বন্ধনে
মানুষের সঙ্গে মানুষের
পৃথিবী জুড়ে স্বার্থের টানে
সম্পর্ক গুলো আজ পড়েছে ভেঙে।
সম্পর্ক গুলো বিলুপ্ত হচ্ছে
নানা রকম অযুহাতের জন্যে
কেউ কারো সাথে রাখেনা কথা
সম্পর্ক অটুট রাখছেনা টিকিয়ে।
বিলীন সবকিছু স্বার্থের দৃষ্টিকোণে
যায় সব চাহিদা পুরন হলে ভুলে
রক্তের বন্ধনে আবদ্ধ হলেও
দিন শেষে কারো কাছে যায় হারিয়ে ।
মা বাবার সম্পর্কের সীমা রেখা
পায়না কোন রকম সম্পর্কের ছাড়
ইট পাথরের মত কঠিন শীলায়
বর্তমান যুগে চলছে সব কারবার।
পশুত্ব যেন আজ হয়েছে দুরন্ত প্রহরী
মা মাটি মায়া মমতায় সব দৃশ্যমান
আজ প্রদর্শন হচ্ছে যাদু ঘরে রাখা
মাটির পুতুলের মতো রংতুলিতে আকাঁ।
মা-বাবার ভালোবাসা নীরবে নয় ঢাকা।
সত্যিকারের সম্পর্ক পাওয়া বড়ো দ্বায়
মায়ার বন্ধন ছিড়ে কেন করো হায় হায়
তার তুলনা হয়না মমতায় জড়িয়ে মা।
মন্তব্য