মোঃ কামাল হোসেন
—————–
নেশা ভরা ক্লান্ত চোখ
রাত জেগে ভোর,
সারা রাত অপেক্ষায়ও
মন পেলাম না তোর।
ভাবছি আমি তোকে নিয়ে
গড়বো স্বপ্নের জীবন,
বুকের মাঝে রাখবো তোকে
যদিও আসে মরন।
কতো ভালোবেসে তোকে
করেছিলাম বিয়ে,
জানিনারে সেই তুমি আজ
ভাবছো কি নিয়ে।
প্রথম দেখায় দিলে কথা
হয়েছি এক দুজনা,
এতো মধুর স্মৃতি ভুলে
করছো কেন ছলনা?।
কতো স্মৃতি কতো কথা
আছে বুকে জমা,
আঘাত পেলে প্রভু তোকে
করবেনা কবু ক্ষমা।
ভালবাসার রঙ্গিন পাখি
আমায় ভুলে যেওনা,
সবকিছু ভুলতে পারি
তোকে ভুলতে পারবোনা।
মান অভিমান করোনা আর
ও আমার জানের জান,
এসো, দুজনাতে হয়ে এক
গাই ভালবাসার গান।
মন্তব্য