বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল >>>>
মধুপুর পৌরসভাধীন কাইতকাই এলাকার রুপালী ফিলিং স্টেশনের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন মারাত্মক ভাবে আহত করেছে। শুক্রবার(৭জুুলাই) বিকাল ৫ টার দিকে ঢাকাগামী এসি বিনিময় ও জামালপুর গামী সিএনজি (জামালপুর থ-১১-১৭৩৫) মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শফিক(৩৫) মারাত্মক ভাবে আহত হয়। এলাকার স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিনি জামালপুর সরিষাবাড়ি উপজেলার মামুনজানি গ্রামের আব্দুল মজিদের ছেলে।প্রত্যক্ষদর্শী নাহিদ জানান, একটি কুকুর মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে যাওয়ার সময় বাস ও সিএনজি মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিএনজি চালক মারাত্মক ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।উত্তেজিত জনগণ বাসটিকে তেলের পাম্পের সামনে আটক করে রাখে। সি এনজিটি ভঙ্গুর অবস্থায় মহাসড়কের উত্তরপার্শে পড়ে থাকতে দেখা যায়।
মন্তব্য