মদন প্রতিনিধি মোশারফ হোসেন >>> নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসকে প্রধান অতিথি করে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ইং উপলক্ষে উপজেলার হলরুমে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(৬ ফেব্রুয়ারি) রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম (হিরু)উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রশাসক।আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্র সমন্বয়ক ফজল বিন সাঈদ, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান সাংবাদিক তানভীর হাসান , সাংবাদিক মোশারফ হোসেন (বাংলাদেশ প্রেস ক্লাব সদস্য ) সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের কাছে উপজেলা বিএনপির সভাপতি মদনের যে কোন একটি ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য অনুরোধ জানান,পরে জেলা প্রশাসক বনানী বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশনা প্রদান করেন এরই লক্ষ্যে কাজ করার জন্য।
মন্তব্য