মিজানুর স্টাফ রিপোর্টার>>>
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্তে মোটরসাইকেলসহ ভারতীয় ৩ কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (১১ জুন) দুপুরে বিজিবি সোনাহাট ক্যাম্পের একটি টহল দল অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে। রবিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৩ জনকে বিএসএফের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়েছে।আটককৃত কিশোরদের নাম আমিনুর রহমান (১৬), ইসমাইল হোসেন (১৫) ও নুর ইসলাম (১৬) তারা সকলে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার তিস্তা পাড়া থানার যিথমারি গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় ওই ৩ কিশোর মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ বিজিবি সোনাহাট ক্যাম্পকে বিষয়টি অবহিত করে। আটকৃতরা পেশায় রাজ মিস্ত্রি। তারা ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছে বলে বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছে।এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ভারতীয় কিশোররা ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য