১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা পেকুয়ায় ধ্বসে যাওয়া সড়ক ট্রাকের ভারে বিচ্ছিন্ন, জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয় ❝কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের খড়ের বাংলা ঘর❞ পেকুয়ায় সাপের কামড়ে অটো-রিকশা চালকের মৃত্যু সখিপুর  বহুরিয়া ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ মোংলায় ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে ; পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার সাংবাদিক তুষার দাশের বাসায় সন্ত্রাসী হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> বাগেরহাট
  • ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার- বিএনপি নেতা শামীম
  • ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার- বিএনপি নেতা শামীম

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন গত ১৮ বছর এই দেশে হাজার হাজার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।রাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও প্রাপ্ত ভাতা পর্যন্ত পায়নি তারা। অথচ মুক্তিযুদ্ধ করেনি এমন ভূয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এবং ভাতা দিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের টাকার অপচয় করেছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোংলা ও রামপালের নির্যাতিত অসহায় মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দিগরাজ সর্বজনীন কালী মন্দির মাঠে এসময় নির্যাতিত অসহায় ২২ জনের হাতে সন্মাননা স্মারক ৩৫ জনকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা।মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন,এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মান দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।অথচ বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ,মূল্যবোধ ও গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়েছে।আওয়ামী লীগ এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক ছিল।আওয়ামী নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে।হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে আশ্রয় নিয়েছে তিনি।গত ১৬ বছর খুনি হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তাই দেশ স্বাধীনে অংশ নেওয়া প্রকৃতদের ফ্যাসিস্ট হাসিনার কাছে কোন মূল্য ছিলনা।মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ,মোংলা পৌর বিএনপির নেতা এমরান হোসেন,মাহবুবুর রহমান মানিক,ইমান হোসেনসহ অসংখ্য নেতা কর্মিরা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page