কামরুজ্জামান (খোকন)
ঝিরিঝিরি শব্দে এলো বৃষ্টি
কানন কুমারের লেগেছে দৃষ্টি।
প্রতিক্ষায় ওপারে ফুল কুমারী
আসবে বলে কুমারের তরী।
স্বপনে এসেছে রাজার কুমার,
মুগ্ধ হয়েছে দেখে তার বাহার।
শিউলি, বকুল রেখেছে জোগে
মেঘের গর্জনে উঠিলো জেগে।
শিমের ডাল আর মশুরের ডাল,
আরো রেখেছে ভাদরের তাল।
কৃষাণের মন যে নেই আজ ভাল
জেলেরা ছুটেছে কাধে নিয়ে জাল।
মন্তব্য