ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ >>>দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৮ জুন -২০২৩) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল ইফরান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি বলেন ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এজন্য সকল উপজেলাবাসীর প্রতি অনুরোধ, আপনারা উক্ত বয়সসীমার শিশুদের আগামী ১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবন করাতে নিয়ে আসবেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. তাহেরা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের আঃ রাজ্জাক সহ গ্রাম বিকাশ কেন্দ্র ও বি ওয়াই এফ সি সহ এনজিও ফোরাম এর সভাপতি এনামুল হক প্রমুখ।মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার (১৮জুন ) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১৩ হাজার ২০ জন শিশুকে একটি করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মন্তব্য