ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ>>>
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেনসহ অনেকে।বিরামপুর পৌরসভার বিছকিনি গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ পেয়ে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হচ্ছে। আশা করছি আমনের আবাদও ভালো হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ বলেন, এ বছর উপজেলার ৭৯০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ এবং এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে মোট ২০ কেজি সার বিতরণ করা হয়।
মন্তব্য