সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী>>> বানেশ্বর প্রেসক্লাবে’র একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কেন্দ্রিক সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বানেশ্বর মসজিদ মার্কেটের একটি রুমে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে সভার শুরুতে দীর্ঘ ১২ বছর আগের আহবায়ক কমিটি ‘বানেশ্বর প্রেসক্লাব’ এর কার্যক্রম বিশেষ কারণ বশতঃ বন্ধ থাকায় বিগত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান সুমন তার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।পরে উপস্থিত সকল সাংবাদিকদের সিদ্ধান্তে ৫ সদস্য বিশিষ্ট পুনরায় একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।বিদায়ী আহবায়ক কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রত্যেক সদস্যের সিদ্ধান্ত মোতাবেক সহকারী অধ্যাপক জামাল দ্বীন সুমনকে আহ্বায়ক, মোঃ আফজাল হোসেনকে যুগ্ম আহবায়ক,প্রভাষক ড. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব, আমিরুল ইসলামকে যুগ্ম সচিব এবং আবু সুফিয়ান সুমনকে কার্য নির্বাহী সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।গঠিত এই আহ্বায়ক কমিটি বানেশ্বর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নেবে।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রভাষক ড. মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক জামাল দ্বীন সুমন ( দৈনিক নতুন প্রভাত),এএস সুমন (দৈনিক রাজশাহী প্রতিদিন), মোঃ আফজাল হোসেন (নন্দন কমিউনিটি টিভি),মোহাম্মদ আলী (দৈনিক যায়যায়দিন),মোঃ সিহাবুল আলম সম্রাট ( বাংলাদেশ সমাচার),রাকিবুল রাজিব (দৈনিক সময়ের কথা), মোছাঃ মাহাফুজা ইসলাম (দৈনিক বাংলাদেশ আপডেট),মোঃ মানিক হোসেন (বিডি টুডে),মোঃ মাহফুজুর রহমান তুহিন ( দি পিপলস নিউজ),বদিউজ্জামান বিপুল (দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন),আমিরুল রুমি ( অনির্বাণ ),মেহেদী হাসান মিলন (দর্পন টিভি),জয়নাল আবেদীন জয় (বিটিসি নিউজ), মোঃ সিজার হোসেন (দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন) ।
মন্তব্য