সন্ত্রাসী হামলায় নিহত একাত্তর টেলিভিশনের জামালপুরের বকশীগঞ্জের সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমকে জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে।শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে, বৃহস্পতিবার রাতে তার মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজ গ্রাম বকশীগঞ্জের পশ্চিমপাড়ায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নামে। হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান গ্রামের সর্বস্তরের মানুষ।এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করলেও হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ অন্যান্য আসামিদের এখনও ধরতে পারেনি পুলিশ।গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার সময় বকশিগঞ্জ পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা নাদিমের উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মন্তব্য