১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা ফুলবাড়ীতে জমি থেকে জোরপূর্বক ধান নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বণাঢ্য র‍্যালি। রাজশাহীর দুর্গাপুরে বই পড়া কর্মসূচিতে পুরষ্কার পেলেন ১২ শিক্ষার্থী রাজীবপুরে চুরির অপরাধে আওয়ামী লীগ নেতা আজাদ খান গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়া উপজেলার ফসলি জমিতে চলছে অবৈধভাবে পুকুর খনন লোহাগড়ায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি: ফরিদপুরের নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা পুঠিয়ার বেলপুকুরে লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন
আন্তর্জাতিক:
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী  সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস বাংলাদেশসহ যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার পরামর্শ চাই: ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি – বড়ো ধরনের যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের উদ্যোগ জরুরি
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বাঘায় জমি জবর দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • বাঘায় জমি জবর দখলের চেষ্টা ও ইউএনও কর্তৃক আদালতে ভূল প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো জিল্লুর রহমান খান রিপন বাঘা রাজশাহী প্রতিনিধি>>>>

    রাজশাহীর বাঘায় আফতাব উদ্দিন নামে এক ব‍্যাক্তির বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। সে উপজেলার খানপুর এলাকার মৃতঃ কৈয়ব আলীর ছেলে। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক আদালতে ভূল তথ‍্য সম্বলিত প্রতিবেদন প্রেরনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি “শাজাহান” ও তার পরিবার। ১০ জুন (
    শনিবার) দুপুর ১২টার সময় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রায় ১৫/১৬জন গ্রামবাসিসহ উপস্থিত হয়ে ভুক্তভোগী শাজাহান আলী লিখিত বক্তব্যে বলেন, “বাঘা উপজেলার ২নং গড়গড়ি ইউপির খানপুর মৌজায় আমরা নিচে বসতঘর এবং উপরে টিনসেড বিশিষ্ট ২য় তলায় ৪টি দোকান ঘর নির্মান করে দোকানঘর ভাড়া দিয়ে ২০
    বছরের অনেক উর্ধকাল যাবত প্রতিপক্ষগনের জ্ঞাতসারে নির্বিবাদে ভোগ দখল করছি।
    এমতাবস্থায় আকস্ষিক কাল বৈশাখী ঝড়ে আমাদের হক দখলীয় নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তির উপর নির্মিত টিনসেডের চালা (টিন) উড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করতে গেলে
    প্রতিপক্ষ আফতাব আলী ও তার সঙ্গীয় ৩/৪ জন
    গত ইংরেজী ২/১২/২০২২ তারিখ অনুমান সকাল ১০.০০ ঘটিকায় সময় তফসিল বর্ণিত দোকান ঘর ও বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামতে বাধাসহ বাড়ী ঘর ভাঙ্গিয়া ফেলে ভোগদখলী সম্পত্তি থেকে আমাদের বেদখল করিবার হুমকি প্রদান করেন। এইভাবে ক্রমাগত প্রতিপক্ষগন উক্ত সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে আমাদের বেদখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি প্রদান করেন। উপায়ন্তর না পেয়ে গত ২৭/১২/২০২২ তারিখে আদালতে অভিযোগ দাখিল করা হয় । উক্ত অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে কিনা তা তদন্তের জন‍্য সহকারী কমিশনার (ভূমি)-বাঘা কে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি)-বাঘা ছুটিতে থাকায় তদন্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
    ইউএনও সরেজমিনে গিয়ে তদন্ত করে যে প্রতিবেদন পাঠিয়েছেন, তা ভূল,মিথ‍্যা, এবং পক্ষপাতমুলক।
    তিনি তাঁর প্রেরিত প্রতিবেদনে লিখেছেন, নালিশী সম্পত্তি আমাদের ভোগ দখলে নাই এবং দোকানঘর পরিত্যক্ত অবস্থায় আছে। কিন্তু আপনারা সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখেন, প্রকৃত সত‍্য হলো, বিগত ৪০/৪৫ বছর থেকে উল্লেখিত সম্পত্তি আমাদের ভোগ দখলে আছে।
    আপনাদের নিকট আমাদের আকুল আবেদন, উপরে বর্ণিত কারনে ন্যায় বিচারের স্বার্থে প্রতিপক্ষগন যাতে নালিশী সম্পত্তিতে বেআইনী ভাবে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে বা বাড়ী ঘর ভাঙ্গিয়া উচ্ছেদের কারন ঘটাইতে না পারে সে জন‍্য আপনারা প্রকৃত সত‍্য অনুসন্ধানপূর্বক প্রকাশ করে আমাদের কে আইনিসেবা প্রাপ্তিতে সহায়তা করেন।
    বর্নিত সম্পত্তির বিবরন:
    জেলা রাজশাহী, থানা বাঘা, মৌজা খানপুর, জে.এল নং-১৮৭ মধ্যে
    আর,এস খং নং
    ৩৪,৫১, ৭২, ৭৬
    বি,এস খং-নং-২২
    আরএস দাগ নং২৪৫,২৪৬
    বি,এস দাগ নং- ৩২৪,৩২৫
    রকম দোকান বাড়ী,
    পরিমান.০১৮১ একর .০৬০০ একর সর্বমোট.০৭৮১ একর,
    চৌহদ্দীঃ পূর্বে-কেপার, পশ্চিমে-আজাহার, উত্তরে সরকারী পাকা রাস্তা, দক্ষিনে-কেপার
    দিং।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আফতার আলির নিকট জানতে চাইলে তিনি বলেন, ওই সম্পত্তিতে আমাদের ভাগ আছে। এটা নিয়ে আদালতে মামলা চলমান। এ সময় সরেজমিনে দোকানঘর ও বাড়ির ছবি তুলতে গেলে তার ( আফতাব) মেজ ছেলে আরিফুল ইসলাম সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদানসহ হুমকি প্রদান করেন।এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারের ব‍্যবহৃত মুঠোফোনে (সরকারি নম্বর ) একাধিকবার কল করে তা রিসিভ না হওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page