কলমে রিতুনুর >>>>
বাউণ্ডুলে মন নিয়ে আমাদের সমুদ্র স্নান
সেদিন সমুদ্র তোলপাড় ছিলো
ছিলো মন দোলানো ঢেউ,
বারণ করার ছিলো না কেউ।
ইচ্ছে মত ভিজে জবুথবু নিজে
একবার আকাশের দিকে তাকাই
অগ্নিজ্বলা চোখ দু’টো বাঁকাই।
বলি এসো না বৃষ্টি
এখানে হয়েছে মহা আনন্দের সৃষ্টি,
দূরে থাকো।
আমরা হারিয়ে যেতে চাই রঙিলা
গানের সুরে,
আর কিছুক্ষণ নিশ্চুপ আকাশেই বেড়াও উড়ে।
শুধু জেনে রাখো
এই প্রথম আমরা সমুদ্র স্নানে এসেছি
সফেদ ফেনীল জলরাশী হয়েছে দেখা,
নয়তো একা।
নজরে পড়েছে অনেক কিছু,
ধরেছি তাই স্রেফ পিছু।
ভীষণ তেজে রাক্ষসীর বেশে দিচ্ছে
সমুদ্রের জল এসে আমাদের বারি,
আমরা কি তবু তার পিছু ছাড়ি?
এখনো বাউণ্ডুলে আছে আমাদের মন,
ইচ্ছে হলে থাকতে পারি এখানেই বসে সারাক্ষণ।
মন্তব্য