মাননীয় ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় চট্টগ্রাম জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম।অদ্য ০৬/০৬/২০২৩ খ্রি. বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭.৩০ ঘটিকা থেকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম ) পরীক্ষা সম্পন্ন হয়েছে।পুলিশ সুপার মহোদয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা শেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকালে যথাসময়ে Physical Endurance Test (PET)- ২য় দিনের ইভেন্ট (দৌড়, লং জাম্প, হাই জাম্প) এর জন্য চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
মন্তব্য