মোঃ সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ,নীলফামারী>>> বাংলাদেশ গণধিকার পরিষদের নীলফামারী জেলা শাখার অন্তর্ভুক্ত কিশোরগঞ্জ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে গত ১১ই নভেম্বর ২০২৪ ইং তারিখে তিন মাসের জন্য কিশোরগঞ্জ উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করা হয়। উক্ত কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক,সাধারণ সম্পাদক লিমন ইসলাম, সহ-সভাপতি বাফিল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম মোরশেদ ও অর্থ সম্পাদক আলমগীর হোসেন অদ্য বুধবার বেলা দুই ঘটিকায় কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মৌসুমি হক ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আশরাফুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে উপস্থিত গণঅধিকার পরিষদের কর্মীগণ আইনের শাসন প্রতিষ্ঠা ও সকল ধরনের রাজনৈতিক দল যাতে স্বতঃস্পূর্ত কাজ করতে পারে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পারে সেজন্য প্রশাসনিক ভাবে সহযোগিতা কামনা করেন।
মন্তব্য