রিপোর্টঃইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আসিফ শাহরিয়ার রাজিব >>> কনস্যুলেট সূত্রে জানা যায় এতে অগ্রধিকার পাবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট, এবং সংশোধনী করন পাসপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির মিশনে প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট করার জন্য সাধারণ ভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিল না, বিধায় প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপার্টমেন্ট সংগ্রহ চেষ্টা করে আসছিল প্রবাসীরা। খবরটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী আগস্ট থেকে শনি ও রবিবার মিলান বাসীর জন্য কনস্যুলেট সেবা প্রদান করার আগ্রহ পরিকল্পনা রয়েছে।যার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেইল এর মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং সংশোধনের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বলে কনস্যুলেট সূত্রে জানানো হয়।তাই ভুক্তভোগীদের কোনো দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে টাকা লেনদেন করে অ্যাপার্টমেন্ট সংগ্রহ না করার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রাহকের তুলনায় সেবা প্রদান কারী কর্মকর্তা কম থাকায় প্রতিদিনই প্রবাসীদের চাপ ঠেকাতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের।তাই কনস্যুলেটে জনবল বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। উল্লেখ্য গতকাল ২৪ জুন বিকালে কনস্যুলেট সভাকক্ষে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এবং উপদেষ্টা তুহিন মাহমুদ এর সাথে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর মতোবিনিময় কালে তিনি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানান। এসময়ের উপস্থিত ছিলেন ভাইস কনসাল তাজ উল ইসলাম এবং প্রেসক্লাব প্রচার সম্পাদক রতন হক।
মিলানে কনস্যুলার সেবার মাধ্যমে লাঘব হবে প্রবাসীদের এ্যপয়েনমেন্ট
সমস্যা এমনটি প্রত্যাশা সবার।
মন্তব্য