জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম >>> বাংলাদেশ হাই কোর্ট এর নির্দেশ অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসন সকল ইট ভাটা বন্ধ করার আহবান জানান, আজ সকাল দশটার পর কুড়িগ্রাম প্রেসক্লাবে র সামনে শতশত ইট ভাটা শ্রমিকও মালিক ঐক্য বদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম হোসেন মোস্তফা জানান,আমাদের জেলায় ইট ভাটা ছাড়া কোনো কারখানা নেই, ভাটা বন্ধ হয়ে গেলে এই শত শত শ্রমিক না খেয়ে থাকবে। তাই আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, এইঅসহায় পরিবারের লোকদের জন্য কর্ম সংস্হান হিসেবে ইট ভাটা বন্ধ না হয়।
মন্তব্য