আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চীনা মদ-বিয়ারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১২৫টি বিদেশি মদের বোতল, ৪০০টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (২০ নভেম্বর) রাতে গোপনে খবর পেয়ে শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনকিরচর সড়কের ওপর এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গোন্নার বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তিন যুবকসহ কোটি টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধার করা মাদকদ্রব্য সাগরপথে এনে গণ্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে নামানো হয়।
গ্রেফতার তিনজন হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের কাজী পাড়া এলাকার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলাকার আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের মধ্য আনালের তারিখ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শীলকূপ গন্ডামারা সড়কে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে আমাদের চৌকস পুলিশের একটি টিম। আসামীদেরকে বিজ্ঞ সিরিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য