মোহাম্মদ জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ বিদ্যুৎ লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বাঁশখালী জোনাল অফিস।অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা ৪নং ওয়ার্ড দক্ষিণ বণিক পাড়ার অভিনাশ ধরের পুত্র জিতন ধর নামে একজনের সংযোগ বিছিন্ন করেন চট্টগ্রাম পবিস।বাঁশখালী জোনাল অফিসে সূত্র জানা যায়, প্রায় এক বছর যাবৎ অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিল তিনি।এ বিষয়ে বাঁশখালী জোনাল অফিস এর এজিএম ডালিম কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি যে পৌরসভা ৪নং ওয়ার্ড দক্ষিণ বণিক পাড়ার অভিনাশ ধরের পুত্র জিতন ধর অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাবহার করছে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে সব কিছুর সত্যতা মিলে পবিস নিয়ম অনুযায়ী আমরা তার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করি এবং তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার সভাপতি আব্দুর রহমান সোহেল বলেন, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ যারা বিদ্যুৎ চুরি করে তারা দেশ ও জাতির শত্রু ।
মন্তব্য