এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় বসুরহাট নির্ঝর কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।ঘোষিত বাজেটে সমবায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদান এবং নতুন কর্মসূচি গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সভায় সমিতির চলমান কার্যক্রমের অগ্রগতি,প্রকল্পগুলোর বাস্তবায়ন,সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বাজেট ঘোষণার সময় স্বচ্ছতা,দায়বদ্ধতা ও কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।সভায় সুলতান নাছির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।তিনি তার বক্তব্যে যুবসমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন,সমবায় কার্যক্রম তরুণদের অংশগ্রহণের মাধ্যমে আরও শক্তিশালী করা সম্ভব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।তিনি বলেন,সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।সভায় সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।











মন্তব্য