মোঃ কামাল হোসেন
————
বন্ধু মানে মরুর বুকে
সবুজের পাহাড়,
বন্ধু মানে সাগর মাঝে
জেগে উঠা চর।
বন্ধু মানে আশার আলো
অসহায়ের সহায়,
বন্ধু মানে বৃষ্টি খরায়
শান্তি হতাশায়।
বন্ধু মানে সুখে দুঃখে
পাশে থাকার মানুষ,
বন্ধু মানে আমাবস্যায়
আলোকিত ফানুস।
বন্ধু মানে বন্ধুর জন্য
কিছুটা ত্যাগ করা,
বন্ধু মানে বাঁচা যায় না
বন্ধুর সংঙ্গ ছাড়া।
বন্ধু মানে কয়েকজনের
মিলিত এক মন,
বন্ধু মানে এই পৃথিবীর
অতি আপনজন।
বন্ধু মানে মনের সাহস
জীবন গতির চাকা,
বন্ধু ছাড়া এই পৃথিবীর
সব কিছুই ঢাকা।
মন্তব্য