জে জাহেদ, নিজস্ব প্রতিবেদক>>> বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে অবস্থানরত ‘ওটি বাংলার সৌরভ’ নামক একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কোস্টগার্ড ৪৩ জন ক্রুকে উদ্ধার করলেও এখনো নিঁখোজ ৭ জন।দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের চার্লি এঙ্করেজ নামক আউটারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পুর্বজোন (চট্টগ্রাম) এর ক্যাপ্টেন মো. জহিরুল হক (সি), বিসিজিএমএস,পিএসসি,বিএন।তিনি জানান, ‘বহির্নোঙ্গরে তেলের ট্যাঙ্কার ‘ওটি বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড ২০ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার অভিযানে কোস্টশীপ বিসিজিটি প্রমত্ত, মেটাল শার্ক ৩ টি ও ৪ টি টিমে বিভক্ত হয়ে কাজ করছেন।বিস্তারিত পরে জানাতে পারব।’নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘সমুদ্রে খারাপ আবহাওয়া।আমাদের নৌ পুলিশ আউটারে যাওয়ার মতো কোন সক্ষমতা নাই।তারপরেও আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রাখছি। তথ্য সংগ্রহ পুর্বক পরবর্তীতে ব্যবস্থা নেবো।’তবে বন্দরের কন্ট্রোল রুম ও বিভিন্ন সুত্রের তথ্য নিশ্চিত করেছেন ঘটনায় কোস্টগার্ড ৪৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করেছেন ৭ জন নিখোঁজ রয়েছে।
মন্তব্য