রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার বগুড়া>>> টিম ডিবি বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০৬ (ছয়) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০৬ (ছয়) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।বগুড়া ডিবির অপর একটি টিম ইং ২৩/১১/২০২৪ তারিখ ১৬.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বাঘপাড়া এলাকায় টিএমএমএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।মোঃ ফজর আলী(২৭),পিতা- মোঃ সামছুল হক,মাতা- মোছাঃ মজিদা বেগম,০২।মোঃ আসাদুল মিয়া (২৮),পিতা- মৃত গিয়াস উদ্দিন, মাতা- মৃত খাদিজা, উভয় সাং-সতীরপাড়া (বুড়িরহাট),ডাকঘর- চাপারহাট,থানাঃ কালিগঞ্জ,জেলা- লালমনিরহাটদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে সর্বমোট ২২(বাইশ) বোতল ফেন্সিডিল ও ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করে।বগুড়া ডিবির একটি টিম ইং ২৩/১১/২০২৪ রাত্রি ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা অগ্রনী ব্যাংক পিএলসি শাখার সামনে ওভার ব্রীজের নীচ হইতে আসামী ১।মার্শাল টিটু (৫৫),পিতা মৃত চান মিয়া শেখ, সাং-বাদুরতলা মধ্যপাড়া,থানা বগুড়া সদর, ২।মোঃ মুকুল হোসেন (৫৯),পিতা মৃত ছায়েদ আলী প্রাং, সাং-পাঁচপীর,থানা কাহালু,৩।মোঃ মিঠু (৫০),পিতা মোঃ জালাল উদ্দিন,সাং-বাদুরতলা মধ্যপাড়া, থানা বগুড়া সদর, সর্ব জেলা বগুড়া’কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত সর্বমোট ১২(বার) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এছাড়াও অপর একটি অভিযানে ইং ২৪/১১/২০২৪ তারিখ রাত্রি ০২.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিরডালি বিমান মোড়স্থ হোটেল মাহাতীর এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।মোঃ রুহুল আলম সুমন (৫১),পিতা-মৃত আজিজ মিয়া,মাতা-মৃত শাহাজাদী বেগম শোভা,স্থায়ী:গ্রাম-কলমা (বর্ণপাড়া),থানা-লৌহজং,জেলা-মুন্সিগঞ্জ,বর্তমান: গ্রাম-বাঁশবাড়ী উত্তর (মদিলা লেন),থানা- সৈয়দপুর,জেলা নীলফামারী’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ১৫(পনের) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মন্তব্য