নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান >>> বইমেলায় এসেছে কবি সোমের কৌমুদীর তৃতীয় কবিতার বই ‘নূর-উন-নাহার’। বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশ। প্রচ্ছদ করেছেন চারু লস্কর।দুই ফর্মার বইটিতে কবিতা রয়েছে ২৬টি।বইমেলায় পাতাপ্রকাশের স্টলে (৬৫৪ নম্বর) বইটি পাওয়া যাচ্ছে। এর মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। তবে মেলা চলাকালে ২৫ শতাংশ ছাড়ে রয়েছে।উল্লেখ্য, একই প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল সোমের কৌমুদীর প্রথম কাব্যগ্রন্থ ‘জোছনা রাঙা বৃষ্টি’ এবং ২০২৩ সালে কাব্যগ্রন্থ ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’।
মন্তব্য