১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন করলেন ইউএনও তহবিল কমানো নয়: ইএইচএফ ২০২৫ আমাদের একত্রিত করেছে কিশোরগঞ্জকে দেশের সেরা উপজেলা উপহার দিতে চান নবাগত ইউএনও প্রীতম সাহা সখিপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস ওসমানিয়া মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান। বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীতে জনদুর্ভোগ বেড়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে  একই গ্রেডের চাকরি, বৈষম্য থেকে মুক্তি পেতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে বান্দরবানে অবস্থান কর্মসূচি তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো Gen-Z Media Camp 2025 অশ্রুসিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো, মদিনার জামাতের দুইদিন ব্যাপী আশুরার মাহফিল
আন্তর্জাতিক:
ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চিত্র বিচিত্র >> জাতীয় >> জীবন গল্প >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার
  • ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ফেনী সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন’কে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।আটককৃত-দেলোয়ার হোসেন (২৬),ফেনী জেলা আবুপুর উপজেলার – মনির উদ্দিনের পুত্র।চট্টগ্রাম র‍্যাব -৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ-উল আলম জানান।ভুক্তভোগী ভিকটিম(১৪) ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্টানের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক ভিকটিম স্কুলে আসার যাওয়ার পথে প্রায় সময়ে নির্দিষ্ট একটি রুটের বাসে চলাচল করতো। গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন ঐ নির্দিষ্ট রুটের বাসে বাস চালক হিসেবে চাকরি করতো। সে সুবাদে আসামির সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে আসামির সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামলার প্রথম ঘটনার দিন সকালে ভিকটিম ফেনী শহরে তার খালার বাসায় যাওয়ার জন্য রওনা করে। আসামি চালিত বাস এলে ভিকটিম উক্ত বাসে যাত্রী হিসেবে উঠে। পরবর্তীতে আসামি তার বাসটি ফেনী শহরে এনে সকল যাত্রীদের নামানোর পর তার বাসটি কুমিল্লা বাসস্ট্যান্ডে রেখে ভিকটিমকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুনরায় বাসটি নিয়ে ভিকটিমকে সহ আবুপুর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আসামি ইচ্ছাকৃতভাবে অন্যকোন যাত্রী বাসে উঠানো থেকে বিরত থাকে। ভিকটিম তার পৈতৃক বাড়ির সন্নিকটে পৌঁছানোর পর বাস থেকে নামতে চাইলে আসামি কৌশলে ভিকটিমকে নিয়ে আবুপুর বাসস্ট্যান্ডে চলে যায়। পরবর্তীতে বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে বাসটি রেখে বাসের সকল দরজা জানালা বন্ধ করে বাসের মধ্যে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে আসামি দেলোয়ার হোসেন প্রথমবার ধর্ষন করে। পরবর্তীতে আসামি দেলোয়ার হোসেন ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে একটি সিএনজি যোগে ভিকটিমের বাড়ির সামনে ভিকটিমকে নামিয়ে দেয়। উক্ত ঘটনার কিছুদিন পর আসামি ভিকটিমকে ধর্ষণের বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায় তাকে আবুপুর বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে নিয়ে পূর্বোক্ত বাসের ভিতরে ভিকটিমকে পুনরায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়ে কাউকে কিছু বললে ভিকটিমের ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদান করলে আসামির ভয়ে অপ্রাপ্তবয়স্ক ভিকটিম তার পরিবারকে কিছু বলা থেকে তখন পর্যন্ত বিরত থাকে। পরবর্তীতে আসামি পুনরায় ভিকটিমকে চাপ প্রয়োগ করে ধর্ষণ করতে চাইলে ভিকটিম তার পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২/৩৫১, ২০২৪ ইং,র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলা রুজু হওয়ার পর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেন ফেনী জেলার ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দেলোয়ার হোসেন (২৬)কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে । গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে সে মামলা দায়ের হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page