বিপুল রায়- স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্ধ বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলেই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে।জানা গেছে, আহত ওই দুই শিক্ষার্থী হলেন হেলেনা আক্তার ও আবু হাছান। তারা দুজনই নবম শ্রেণীতে পড়ে। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদেরকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বুধবার কুড়িগ্রাম জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তিনি আরো জানান, ২৪ ঘন্টায় রংপুর বিভাগে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য