মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরে বিভিন্ন সদর সহ বিভিন্ন উপজেলায় এতিমখানা, মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। জেলার নগরকান্দা উপজেলায় সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত দুম্বার মাংস এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণ করেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সৌদি সরকারের পক্ষ থেকে ২৪ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ অনুযায়ী নগরকান্দা উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসায় মাংস বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহায়তার উদ্দেশ্যে প্রতিবছর সৌদি সরকার বাংলাদেশে দুম্বার মাংস পাঠিয়ে থাকে। নির্ধারিত তালিকা অনুযায়ী এসব মাংস এতিমখানা, মাদরাসাগুলোতে ন্যায্যভাবে বিতরণ করা হয়েছে।











মন্তব্য