আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> খামারি বাঁচলে বাঁচবে দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে।বৃহস্পতিবার সকাল ১১ টায় চাটখিল উপজেলা প্রেসক্লাব হল রুমে কর্পোরেট দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রান্তিক খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করে পোল্ট্রি খাত কে রক্ষা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন চাটখিল উপজেলার সভাপতি মো: হারিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সুমন হাওলাদার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের পোল্টির শিল্প আজ এক ভয়াবহ সংকটের মুখে পতিত হয়েছে। একদিকে কর্পোরেট পুজির আগ্রাসন, অন্যদিকে বাজার সিন্ডিকেটের দৌরাত্মোর কারনে প্রান্তিক খামারি ও ডিলাররা দিশেহারা। লাখ লাখ খামার বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার ডিলার হয়ে পড়েছেন নিঃস্ব. এই অবস্থা চলতে পারে না এই অবস্থার অবসান ঘটাতে হবে।খামারি ও ডিলার এই দুই চাকার উপর ভর করে চলছে দেশের পোল্ট্রি খাত। তাঁদের রক্ষা করলে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি রক্ষা হবে।বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক কাউসার আহমেদ, বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন চাটখিল উপজেলা সিনিয়র উপদেষ্টা মোঃ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ সাধারন সম্পাদক মোঃ রিজওয়ান প্রমুখ।
মন্তব্য