মুকুল রাজ >>>
হরেক রকম ফুল আর সৌন্দের্যে ভরা,
কত রূপ,কত সৃষ্টিতে পরিপূর্ণ এ ধরা।
এ যে দারুণ মনোলোভা,ধরণী যে কত শোভা।
প্রকৃতির ছায়ায় সজ্জিত মাঠ,সকলের মুখে হাসি ফোটে
আহা।এমনি করে নিত্য যে সূর্য ওঠে।
ভ্রমরের গুঞ্জন আর বসন্তের গান,
শুনলে জুড়ায় যায় মন -প্রাণ।
যখন ভরা তিস্তা নদীর কুল কুল ধ্বনিতে ,
মন বড় ব্যাকুল হয় তখন শুনতে।
দেখ। কোকিল গান গায় কুহু কুহু সুরে,
আঁকা-বাঁকা তিস্তা বয়ে চলে ঐ সুদূরে,
কখনো তাকিয়েছ?
দেখবে হৃদয় যাবে জুড়ে।
নিত্য ফুটে কত ফুল আরও শাপলা ফোটে বিলে,
কখনো তাকিয়েছ কি ঐ আকাশ নীলে?
ঐ স্বচ্ছ আকাশ বলে কানে কানে,
সেই জানে, যে ছুটেছে প্রকৃতির সন্ধানে।
ঋতুতে ঋতুতে প্রকৃতি সাজে নববধুর মতো,
লীলাভুমির রূপ ছড়ায় যত,
ফুলে ফুলে আরও রূপ ভরে উঠে যে কত ।
এ যেন মর্তেও অমরাবতী,
প্রকৃতির মাঝে কত যে সুখ,তা অনুভব করতে যদি।
মন্তব্য