পেকুয়া প্রতিনিধি >>> পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের ৩য় খেলায় বারবাকিয়া ওসমান একাদশ লোহাগাড়া উপজেলা ফুটবল একাদশ মাঠে নামে।বুধবার (২৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এ খেলায় বারবাকিয়া ওসমান একাদশ ৫-০গোলের জয় নিয়ে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নর্দার্ন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুহাম্মদ কুতুবউদ্দিন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ মাসুম বিএ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোছাইন, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া, সাবেক সহসভাপতি ওসমান গনি, হারুন অর রশিদ, কামাল উদ্দিন, ফরহাদুল ইসলাম ও শহিদুল ইসলাম।
প্রায় ৬ হাজারের অধিক ক্রীড়মোদী দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া খেলার ৭ মিনিটেই ওসমান একাদশের বিদেশি ফরোয়ার্ড ওমর চা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে ১-০ ব্যবধানে খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে ওসমান একাদশের নাজিম মোল্লাহর গোলে ব্যাবধান হয় ২-০। অধিনায়ক জাফর ইকবাল ১০ ও ১২ মিনিটের সময় পর পর গোল করে দলের ব্যধধান ৩-০। আবারো জাফর ইকবালের গোলে ব্যবধান ৪-০। এর ৩ মিনিট পরে নিজের হ্যাট্রিক ও দলের ব্যবধান ৫-০।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হ্যাট্রিক করা জাফর ইকবাল।
মন্তব্য