কুড়িগ্রাম প্রতিনিধিঃ>>>
কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানার অধীনে বিটপুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ জুলাই) সকালে ঢুষমারা থানার অধিনে চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন এবং রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক তিনটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমে পরিচালনা করেন, এসআই সৈয়দ নাদিম মিয়া, এসআই ইসমাইল হোসেন ও এসআই খ ম হালিম মিয়া।জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের দিক নির্দেশনায় প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশী সেবা পৌঁছে দিতে এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে আইন শৃঙ্খলা সেবা প্রত্যাশীদের সেবাদানসহ প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শও প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের বিবিধ কার্যক্রম ইতিমধ্যে সাধারন জনমনে ব্যাপক সাড়া পড়েছে।ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, চরাঞ্চলের মানুষের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম চলমান রেখেছি।
মন্তব্য