মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>>“দূর্নীতিকে না বলি, দূর্নীতি মুক্ত দেশ গড়ি” “দেশ গড়ার প্রয়োজনে, দূর্নীতি রুখবো সর্বজনে” ও “নারী-কন্যারে সুরক্ষা করি, সহিংসতমুক্ত দেশ গড়ি” এই স্লোগানের মাধ্যমে ৯ ডিসেম্বর (সোমবার) পুঠিয়া উপজেলায় আব্দুর সাত্তার মাষ্টার এর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন করে দুদকের পতকা ও জাতীয় পতকা উত্তোলন এবং মানববন্ধন র্যালি পুঠিয়া বাজার ঘুরে উপজেলার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ, কে, এম নূর হোসেন নির্ঝর উপজেলা নির্বাহী অফিসার,পুঠিয়া, রাজশাহী। বিশেষ অতিথি জনাব দেবাশীষ বসাক সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, জনাব মোঃ কবির হোসেন অফিসার ইন-চার্জ, পুঠিয়া থানা, জনাব লায়লা আখতার জাহান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পুঠিয়া, জনাব মোঃ মোখলেসুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্কাউটের মোঃ আবুল কাশেম, পুঠিয়া উপজেলার স্কাউটের ছাত্র-ছাত্রী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন বলেন দূর্নীতি মুক্ত এবং নারীদের সুরক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এবং আমরা উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করব। এ, কে, এম নূর হোসেন নির্ঝর তিনি বেগম রোকেয়ার আত্মজীবনি সম্পর্কে উপস্থিত সবার সামনে তুলে ধরেন।তিনি আরও বলেন, দূর্নীতি মুক্ত দেশ গড়তে ও নারী সুরক্ষার জন্য আমাদের সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা যদি ঘুষ প্রদান না করি তাহলে আমার মনে হয় দূর্নীতি অনেকটাই কমে আসবে। বক্তব্যর মাঝে তিনি বলেন দূর্নীতি এবং নারী নির্যাতনের ঘটনা যদি কোথাও বিন্দু পরিমান ঘটে থাকে তাহলে আমাদের উপজেলা প্রশাসনকে অবহতি করবেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন বর্তমান পেক্ষাপটে আমার মনে হয় দূর্নীতি একবারেই কমে নাই তবে আগের চাইতে অনেক দূর্নীতি কমে গেছে এবং ভালো ভাবে প্রতিটা অফিসের কার্যক্রম চলছে। তিনি আরও বলেন বাংলাদেশে সবচেয়ে বেশী দূর্নীতি হয়েছে ব্যাংকিং খ্যাতে। তিনি আশ্বাস দেন নারী নির্যাতন এবং নারীদের সুরক্ষায় যে সকল পদক্ষেপ গ্রহন করা উচিৎ সেই সকল পদক্ষেপ আমরা সবসময় প্রস্তুত এবং ঐক্যবদ্ধ।
মন্তব্য