দোয়ারাবাজার সুনামগঞ্জ>>>
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপির উপর দিয়ে বয়ে যাওয়া খাশিয়া মারা পাহাড়ী নদী আর সেই নদীর দুপাশে বসবাস করছে হাজারও পরিবার যখনি নদীতে জোয়ার আসে তখনি দু-কোলের মানুষের মনে আতংক বিরাজ করে, রাতে জোয়ার আসলে তাদের ঘুম কেরে নিয়ে যায় ছোট ছেলে মেয়েরা থাকে ভয়ে কম্পিত।১৩ জুলাই ২০২৩ সকাল ১১ ঘটিকায় সে জোয়ার দেখা দিয়ে উভয় পার্শের রাস্তা ছেদ করে মানুষের ঘর বাড়িতে প্রবেশ করে ফলে শতাধিক মানুষ এখন আশ্রয় হীন কেউ যাচ্ছে আত্মীয় স্বজনদের নিকট কেউ আবার ব্রীজের উপর।ভুক্ত ভোগীরা মনে করছে নদীর বাদ নিচু থাকায় ও রাবার ব্রীজ সরু হওয়ায় তাদের এ দুরাবস্থা।স্থানীয় ব্যক্তিরা প্রশাসন ও সরকারের নিকট আবেদন জানান -ব্রীজ যেন আরো বড় করে দেওয়া হয় এবং উভয় পাশের বাঁদ আরো উঁচু মজবুত ও শক্ত করে দেওয়া হয়। তাইলে তারা এ বন্যা থেকে আশ্রয় পেতে পারে।
মন্তব্য