জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
পাবনার আতাইকুলা থানার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।সোমবার (১২ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত নবাব আলী খাঁর ছেলে মোঃ আব্দুল মমিন (৪০), পাবনা সদর থানার দক্ষিন রাঘবপুর এলাকার মোঃ খোরশেদ খান এর ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৯) ও রংপুর কোতয়ালী থানার চিলমন পূর্বপাড়ার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ জামিল হোসেন (১৬)।র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পিকআপ ট্রাকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের পর আতাইকুলা থানার শিবপুর গ্রামের আতাইকুলা-ফরিদপুর পাকা রাস্তায় অভিযান চালায় র্যাবের একটি দল।এ সময় ঘটনাস্থল তিন মাদক ব্যবসায়ীকে আটক করে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়।এ ঘটনায় মামলা দায়ের করে আটক তিনজনকে আতাইকুলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য