জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়ায় এমএইচ শাহীন নামের এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।জানা গেছে, এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার উপাধি ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা প্রদান করে আসছিলেন ওই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যায় প্রশাসন সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে। মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুজ্জামান জানান, ওই ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযোগ আরও পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে
মন্তব্য