জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বাচ্চু সরদার (১৯) নামের ভবন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়ায় ইউনিয়নের ঝি কলকতি গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ নিহতের পরিবাবের নিকট লাশ হস্তান্তর করেছে। বাচ্চু সরদার পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ঝি কলকতি গ্রামের সিরাজুল ইসলামের নতুন ভবনের বেস ঢালাইয়ের কাজ চলছিলো। এ সময় বাচ্চু সরদার বিদ্যুৎ চালিত ভাইব্রেটার মেশিন চালাচ্ছিলেন। মেশিন চালানোর এক পর্যায়ে তিনি তার শরীরে হঠাৎ করেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পিরবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য