জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ।ভোর রাতে বিশেষ অভিযানে উপজেলার দোলং গ্রাম থেকে তিনজন ও কাঠেঙ্গা গ্রাম থেকে একজনকে করেছে। জানা গেছে বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার চুরির দায়ে তাদেরকে আটক করে চাটমোহর থানা পুলিশ।আটককৃতরা হলেন, চাটমোহর উপজেলার দোলং গ্রামের আকবার আলীর ছেলে আলমাছ হোসেন (২২), একই গ্রামের আকতার হোসেনের ছেলে শামিম হোসেন (২৬), আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও কাঠেঙ্গা সর্দার পাড়ার আবু সাঈদের ছেলে সেলিম রেজা (২৯)।চাটমোহর থানার ওসি মোঃ সেলিম রেজা বলেন, উপজেলার বিভিন্ন মাঠে বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার চুরি করেছিল ওই চোর চক্র। তাদের বিরুদ্ধে গত ১৬ জুন চুরি মামলা দায়ের হয়। মামলা নং-১০।এ ঘটনায় আটককৃত চার জনকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজাতে পাঠানো হয়েছে
মন্তব্য