কবি শাহাদাত হোসেন তালুকদার
পাপীর দৌরাত্ম্যে পদবীর দ্বন্দ্ব
মসজিদ গীর্জা মন্দিরে,
সাধু মোল্লার বেশে বজ্জাৎ কথিপয়
খোদার ঘর অপবিত্র করে।
খবিসের দল শয়তানের ভাই
চরিত্র যার মহামারী,
পাপ অভিসারে মশগুল মোল্লার
মাথায় টুপি দাঁড়ি।
ধর্মের অভিনয় পাপিষ্ঠ সাধুর
ধর্মের ফিরিশ্তি মুখে,
চরিত্র যাতনায় ধর্ম কাতরায়
জানাজানি গ্রাম্য লোকে।
জারিজুরি ফাঁস বদমাইশী স্বভাব
গোপনে লুকাতে গেলে,
লোক দেখানো ধর্ম কান্ডারী
নারীলোভী খেতাব গলে।
লম্বা জামা কোর্তা গায়ে
ধর্মের কাহিনী বাণী,
পরিশুদ্ধির অন্তর ধর্মের আগে
ধুইয়ে এসো পাপের গ্লানি ।
মর্জি মনন পবিত্র করো
প্রভু প্রেম অন্তরে,
পরনারী আসক্তির কুকীর্তি তোমার
মহল্লাময় হাট বাজারে।
ঈমান আকিদার মসজিদ মন্দির
শয়তানের আস্তানা নয়,
দুশ্চরিত্রের ডুবাই হাবুডুবু খেলা
অথচ ধর্মের লেবাজ গায়।
দেহভোগের লিপ্সা বেশ্যার ঘরে
রোজের খদ্দের যিনি,
নারী লোভী লম্পট পাপিষ্ঠের মুখে
ধর্মের কীর্তন শুনি।
ঘৃণায় যুক্ত দূর্চরিত্র দূর্নাম
নিষ্পাপের করো অভিনয়,
ভোগের তৃষ্ণায় দুর্গন্ধ মুখে
ধর্ম বন্দনা শুভ নয়।
যতই চেষ্টা পাপতাপ আড়ালের
সাধু মোল্লার মুখোশ পড়ে,
আসল নকল উন্মোচন সে কবেই
অপচরিত্রের তকমা ঘাড়ে।
ধর্মের দোহাই মন্দীর গীর্জায়
মসজিদ ও পেগোডায়,
বগলের তলে দূর্গন্ধ উথলায়
বাইরেতে জুরি নাই।
খোদার প্রিয় কর্মিক ধার্মিক
ধর্মপ্রাণ মানুষজন,
বিতর্কিত কোন শয়তান রাজপুত
ধর্মকর্মে প্রযোজ্য নন।
মসজিদ খোদার মুসল্লীর মসনদ
মুমিনদের পবিত্র ঘর,
স্বভাব চরিত্র সততা সরোবরে
প্রাণপুরুষ অটুটে নর।
লুকালে সত্য হয়না পবিত্র
মিথ্যাতে নহে জয়,
ভাবিছ কিভাবে চাপাবাজির গলায়
সত্যকে ঢাকা যায় ?
ঔরস্যের জাতে গুপ্ত পাপি
ধুয়া তুলসি জাহির কর,
দেমাগ মর্জিতে অসৎ এর কামনা
দরবেশের মুখোশ পড়।
শুকুরের পেটের সাত ছানার দল
পাপের ফসল হয়,
বাঘিনী বেচারী এক ছানার মাতৃত্বে
সীমাহীন তুষ্ট রয়।
মন্তব্য