মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি >>> পশ্চিম দেওভোগ বাগে জান্নাত মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বাদ আছর পশ্চিম দেওভোগ পশ্চিম নগর মাদ্রাসা ৯নং ওয়ার্ড বাগে জান্নাত মসজিদ প্রাঙ্গনে এ ওয়াজ ও দোয়ার আয়োজন করা হয়।মাহফিলে পশ্চিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি ও বাগে জান্নাত মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মেম্বার আলহাজ্ব মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুর (ঢাকা)।প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ বুলবুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক, দানবীর ও মুতাওয়াল্লী, বাইতুল আকসা জামে মসজিদ,পশ্চিম দেওভোগ,পূর্বনগর।প্রধান অতিথি আলহাজ্ব বুলবুল ইসলাম তার বক্তব্যে বলেন,আমি সাধারণত ঢাকা থাকি। মোবাইলে ফোন দিয়ে অনেকে আমাকে পান না।তাই এলাকার উন্নয়নে কাজ করতে পারিনা। আগামী রমজানে আমি বাগে জান্নাত মসজিদের উন্নয়নে ২ লক্ষ টাকা দান করব ইনশাআল্লাহ।মাহফিলে বিশেষ বক্তা ছিলেন আল্লামা আবু তাহের জিহাদী,মাওলানা হযরত আলী আনসারী (কুমিল্লা),মুফতর হারুনুর রশিদ,হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ।মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল হাই বিশিষ্ট শিল্পপতি,সমাজ সেবক ও দানবীর,পরিচালক বাংলাদেশ হোসিয়ারী* সমিতি,বৃষ্টি হোসিয়ারী, নয়া মাটি,নারায়ণগঞ্জ।মাহফিল বাদ আছর হতে শুরু হয়ে রাত অবধি চলে।মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা একরামুদ্দিন।ব্যবস্থাপনায় ছিলেন অএ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমদ।
মন্তব্য