সৌদি আরবের মদিনায় চলতি বছরের পবিত্র হজ্ব পালন করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড গোলাম নবী হাজির পাড়া নিবাসী জনাব নুরুল আমিন হারিয়ে গিয়েছেন।হজ্ব যাত্রী জনাব নুরুল আমিন এর গ্রামের বাড়ির প্রতিবেশী ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব কার্যনির্বাহী সদস্য সৌদি প্রবাসী মোঃ নাছির উদ্দিন জানান, গত ১৫ই জুন বৃহস্পতিবার বিসমিল্লাহ ট্র্যভেল এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হজ্ব পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে আসেন।আজ ১৭ই জুন হোটেল থেকে মদিনা হেরামে ফজর নামাজ পড়তে গিয়ে উনার সাথের সবাই হোটেলে ফিরে এলেও নুরুল আমিন এখনও ফিরেনি।কোন হৃদয়বান যদি উনার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নের নাম্বার গুলোতে যোগাযোগ করার অনুরোধ রইল
আবু আনোয়ার
0546843238/// 0576370819
মোঃ নাছির উদ্দিন-
055768569
বাংলাদেশের নম্বর 0088-01817-740462
মন্তব্য