মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী>>> রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর বাজারে গ্রামীন ফিড মিলের সামনে গত (২১ ডিসেম্বর) দুপুর ১৩:৩০ দিকে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের (০৩) তিন জন নিহত হয়েছিল, ঘাতক রিম পরিবহন বাসের ধাক্কায়।অজ্ঞাত দুর্ঘটনা কবলিত ঘাতক রিম পরিবহনের বাসটি পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজীর দিক নির্দেশনায় এস আই ফিরোজ এর নেতৃত্বে গ্রামীন ফিড মিলের সিসি ক্যামেরার সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে গত ০৫/০১/২০২৫ শিবপুর বাজার হতে রিম পরিবহনের বাসটি জব্দ করে পবা হাইওয়ে থানা পুলিশ।ঘাতক বাসটি জব্দ করে বিজ্ঞ আদালত কে এ তথ্য নিশ্চিত করেছে পবা হাইওয়ে পুলিশ। রিম পরিবহনের বাসটির নাম্বার হলোঃ পাবনা ব-১১-০১২৯।জব্দ কৃত ঘাতক বাসটি এখন পবা হাইওয়ে থানার আওতাধীন রয়েছে,পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী এই তথ্য নিশ্চিত করেন।অজ্ঞাত রিম পরিবহনের ঘাতক বাসটিকে অভিযান চালিয়ে জব্দ করতে সহযোগিতা করেছেন এসআই মোঃ আব্দুল মান্নান, সার্জেন্ট সুমন চন্দ্র সরকার, সার্জেন্ট মো. সাগর আলী সহ আরো অনেকে।
মন্তব্য