আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলের কৃতি সন্তান নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট তাজুল ইসলামকে শনিবার বিকেলে চাটখিলের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের উপদেষ্টা আবুল বারাকাত এর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুন রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসানাত মো. মোরতাজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সেক্রেটারি মামুন হোসেন, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা গোলাম হোসেন ফরহাদ, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন চাটখিল বাজার বণিক সমিরি আহবায়ক মো. খোরশেদ আলম, প্রমিজ স্বেচ্ছাসেবী যুবফোরামের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারী জুবায়ের হোসেন, জুয়েল সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ।
মন্তব্য