জসিম উদ্দিন নাগর, নীলফামারী জেলা প্রতিনিধি >>>আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধরি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদরে মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে আয়োজনে ডিমলা উপজলো পরষিদ হলরুমে ২০২২-২০২৩ মৌসুমে কৃষকদের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০কেজি করে প্রতিজনের মাঝে বিতরণ করা হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০কেজি করে প্রতিজনের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য