৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ সাতকানিয়ায় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। চাটখিলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য জাদুঘর এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আব্দুর রহমানের স্মরণসভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত ফুটেজ দেয়া আছে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১৩ জন প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে রাজশাহী-১ ও ২ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সৈয়দ নগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত “চৌদ্দ বছর প‌রে”
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> লালমনিরহাট
  • নিজ দখলীয় জমিতে বাধা প্রদান
  • নিজ দখলীয় জমিতে বাধা প্রদান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি>>> লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা মোঃ রেজওয়ানুল করিম (৫৪),পিতা- মৃত: কেরামত আলী,সাং- বুড়িমারী (০৬ নং ওয়ার্ড),থানা- পাটগ্রাম,জেলা- লালমনিরহাট নিম্ন তফসীল বর্ণিত জমি আমার ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি। যাহার দলিল নং- ৪৯৬১,তারিখ- ০৯/১২/৯২খ্রিঃ।যাহা আমার নামে রেকর্ড ও পরবর্তীতে খারিজ করিয়া নেই।বিবাদী ১।মোঃ রেজওয়ান হোসেন (৬৪), পিতা- মৃত: আহাদ হোসেন,২।মোঃ হাবিব (৩৬),পিতা- মৃত: আছিমুদ্দিন,৩।মোঃ সামছুল হক (৪৫),পিতা- অজ্ঞাত,৪।মোঃ দেলোয়ার হোসেন (৫০), পিতা- মৃত আইনুল হক,৫।মোঃ লেবু মিয়া (৪০),পিতা- মৃত: কফিল উদ্দিন,সকলের সাং- বুড়িমারী (০১ নং ওয়ার্ড),থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটপন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আমার পাড়াপ্রতিবেশী।বিবাদী রেজওয়ান হোসেন এর দখলীয় সম্পত্তির আমার জমির সন্নিকটে থাকায় বিবাদীগনের সহিত নিম্ন তফসীল বর্ণিত জমিজমার বিষয় লইয়া বিরোধ ও মনোমালিন্য চলিয়া আসিতেছে।বিবাদীগন নিম্ন তফসিল সম্পত্তি জোরপূর্বক বে-দখল করার পায়তারা করিতে থাকে। উক্ত ঘটনার বিষয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করিয়া শালিষ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হই।বিবাদীগন স্থানীয় শালিষ বৈঠক না মানিয়া বিজ্ঞ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা আনায়ন করে।যাহার মামলা নং- অন্য-৪৪/২১ (পাট) বিজ্ঞ আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করিয়া মামলাটি খারিজ করিয়া দেয়।ঘটনার দিন ০১/১১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগন হাতে লাঠি শোঠা, লোহার রড, দা ইত্যাদি লইয়া আমার দখলীয় জমিতে আসিয়া জমিতে থাকা সীমানা খুটি উপরাইয়া ফেলিয়া দেয় এবং জমিতে থাকা টিনের চালা ভেঙ্গে লইয়া যায়।আমি ঘটনার বিষয় দেখিতে পারিয়া বিবাদীগনকে জমিতে থাকা সীমানা পিলার উপরানো এবং টিনের চালা ভেঙ্গে লইয়া যাওয়ার কারন জিজ্ঞাসা করিলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীগনকে গালিগালাজ করিতে বাধা নিষেধ করিলে বিবাদীগন আমাকে মারপিট করার জন্য উদ্দ্যত হয়।এ বিষয়ে সাক্ষী ১।মোঃ রাবিউল ইসলাম (৪৫), পিতা- মৃত: কামাউলা,২।মোঃ অলু (৪৩), পিতা- মোঃ আঃ মালেক, ৩। মোঃ আবুল কাশেম (৫৫), পিতা- অজ্ঞাত,সকলের সাং-বুড়িমারী (০২ নং ওয়ার্ড), থানা- পাটগ্রাম,জেলা- লালমনিরহাটগন সহ আরো অনেকে ঘটনার বিষয় অবগত আছেন।বিবাদীগন প্রকাশ্যে শাষায় যে, নিম্ন তফসিল বর্নিত জমি তাহারা জোরপূর্বক বে-দখল করিবে এতে কেউ বাধা প্রদান করিলে মারপিট করিয়া লাশ বানাইয়া দিবে বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।জমির তফসিলঃ জেলা-লালমনিরহাট, থানা-পাটগ্রাম, মৌজাঃ বুড়মারী,জেএল নং-০৫,বিআরএস খতিয়ান নং-২৪৬৬, দাগ নং- ৩৯৭৮ জমির পরিমান ১২ শতক নালিশী।

    মন্তব্য

    আরও পড়ুন

    সাতকানিয়ায় অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
    খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।
    চাটখিলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
    বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য জাদুঘর এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আব্দুর রহমানের স্মরণসভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত
    ফুটেজ দেয়া আছে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং বাকি ১৩ জন প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে
    রাজশাহী-১ ও ২ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল
    নোয়াখালীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
    সৈয়দ নগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    You cannot copy content of this page