মোঃ শাহ আলম বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ >>> নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্ভুক্ত ভোলাইলে অবস্থিত গাইবান্ধার বাজার। এই এলাকায় বেশিরভাগ লোক গাইবান্ধার হওয়ার কারণে গাইবান্ধার নামে নাম করণ করা হয় (১৮ নভেম্বর২০২৪) সর জমিনে গিয়ে দেখা মিলে,এই বাজারে শাক সবজি ও মাছ অন্য জায়গার তুলনায় কিছুটা কম।বিশেষ করে বিভিন্ন প্রকার মাছের দাম অন্য জায়গার তুলনায় কেজি প্রতি ৪০-৬০ কম। তাই এই বাজারে নিম্ন আয়ের মানুষের অনেক সমাগম।প্রত্যক্ষদর্শীরা জানান নারায়ণগঞ্জে যত বাজার আছে সবচেয়ে কম মূল্যে এই বাজারে তরিতরকারি পাওয়া যায়।যাহা অন্যান্য বাজারে কল্পনাও করা যায় না। আমরা তাই এই বাজার থেকে সবসময় কেনাকাটা করো থাকি।
মন্তব্য