নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি>>> কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তোষপুর ইউনিয়ন শাখার আয়োজনে ২৩ নভেম্বর শনিবার সকাল ৯ঘটিকায় গোপালপুর তালতলা বোর্ড হাট বাজারে অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক আজিজুর রহমান সরকার,অধ্যক্ষ ভারপ্রাপ্ত ভুরুঙ্গামারী সরকারী কলেজ ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য,রংপুর,দিনাজপুর অঞ্চল,বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আমির মাওলানা আফজাল হোসেন সরাকার ও সিনিয়র শিক্ষক নাগেশ^রী দয়াময়ী পাইলট একাডেমী।মজিবুল ইসলাম খোন্দকার বেলাল মাস্টার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাগেশ^রী।মাওলানা মোঃ রফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ^রী।প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন,আলহাজ¦ডাক্তার মোঃ আমিনুর রহমান অর্থোপেডিক্স।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাওলানা মোঃ হায়দার আলী সভাপতি জামায়াতে ইসলাম সন্তোষপুর ইউনিয়ন শাখা।অনুষ্ঠানে ডাক্তার আমিনুর রহমান বলেন- ন্যায় ও ইনছাব ভিত্তিক সমাজ গড়তে হবে,আর এ জন্য অত্র এলাকার মানুষকেই এগিয়ে আসতে হবে।চায়ের দোকানে বসে গল্পগুজোব না করে বাংলাদেশ জমায়োতে ইসলামীর অফিসের পাঠাগারে বসে পবিত্র কোরআন,ইসলামী সাহিত্য,হাদিস শরিফ সহ অন্যান্য বই পড়ে সে অনুসারে নিজ পরিবার ও সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে হবে।অধ্যাপক আজিজুর রহমান সরকার ৩৬আগষ্ঠের আন্দোলনে শহীদদে জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন করে বলেন- পতিত আওয়মী ফ্যাসিষ্ট সরকারের আমলে দেশটি ছিল একটি কারাগার, জেলা খানা ছিল আলেম ওলামা ও হুজুরদের জন্য,অথচ জেলা খানায় থাকার কথা ছিল, চোর,খুনি,ব্যবিচারী ও অন্যায় জুলুমকারী।আওয়ামী সরকার তাদের অপকর্মের কারনে কারনে ধ্বংস হয়েছে।আমাদেরকে সেখানথেকে শিক্ষা নিয়ে এদেশে শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাইদের মত রক্ত দিয়ে হলেও একামতে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে।দেশকে জালিমের শাসন মুক্ত ও মজলুমদের জন্য উন্মুক্ত করার জন্য মুগ্ধ ও আবু সাইদরা নিজের বুক পেতে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।এ অর্জন আমাদেরকে রক্ষা করতে হবে।
মন্তব্য